সারাদেশ

সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের এর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র শোক

শোকবার্তা

ঢাকা-৫ মে, ২০২১(বুধবার):: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আজ এক শোকবার্তায় বলেন,দিলদার হোসেন সেলিম একজন গুণী রাজনীতিক ও ক্রীড়া সংগঠক ছিলেন।এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি বলেন,বিগত জাতীয় সংসদ নির্বাচন গুলিতে আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করলেও আমাদের মাঝে ব্যক্তিগত সুসম্পর্ক বিদ্যমান ছিল।আজ তাঁর মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত।তিনি আরো বলেন, একজন রাজনীতিবিদ ও সংগঠক হিসেবে তিনি সিলেটবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।উল্লেখ্য, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বিগত ২৩ জানুয়ারি/২১ খ্রিঃ তারিখে অসুস্থ দিলদার হোসেন সেলিমকে তাঁর সিলেট শহরস্থ বাসভবনে দেখতে যান। সেসময় মন্ত্রী  তাঁর শয্যাপাশে দীর্ঘ সময় অবস্থান করে চিকিৎসার খোঁজখবর সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছিলেন।  মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মোহাম্মদ রাশেদুজ্জামান
মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *