গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের জননন্দিত সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে বিশেষ মোনাযাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া নতুন জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক মেম্বার আজিদ উল্যাহ্ ও যুব নেতা মাসুক আহমদের পরিচালনায় এবং ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী নূরুল ইসলামের সভাপতিত্বে উক্ত মোনাযাত অনুষ্ঠিত হয়।
মোনাযাত পরিচালনা করেন- হাতিরপাড়া নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম। তারা মহান আল্লাহ তায়ালার দরবারে বদর উদ্দিন আহমদ কামরানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ বিশিষ্ট মুরব্বী মাওলানা আজির উদ্দিন, আবু বক্কর, জলাল উদ্দিন, আব্দুল মনাফ, ছিফত উল্যাহ্, নূর উদ্দিন, আব্দুল কাদির, আতাউর রহমান, এনামুল হক, যুব নেতা খয়রুল ইসলাম, আব্দুন নূর, জসিম উদ্দিন, আলিম উদ্দিন, জয়নুল ইসলাম, সাজ উদ্দিন, দুলাল আহমদ, আনোয়ার হোসেন, বেলাল আহমদ, খালেদ আহমদ, আদিল আহমদ প্রমূখ।