ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: দেশের অন্যতম পর্যটন এলাকাখ্যাত সিলেটের জৈন্তাপুর উপজেলার। ৪নং দরবস্থ ইউনিয়নের অর্ন্তগত সারীঘাট দক্ষিণ পাড় বাজারে দেশ বিদেশের দূর-দূরান্ত থেকে আগত পর্যটক এবং বাজারের ব্যাবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে। সিলেট জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত দেড় লক্ষ টাকা ব্যায়ে পাবলিক টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে জনসাধারণের জন্য নির্মিত পাবলিক টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ সিকন্দর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারীঘাট দক্ষিন পাড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আজিজুল হক জুবের, সারী সোসাইটির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সাংবাদিক সুহেল আহমদ, মোঃ জাকারিয়া, মোঃ আব্দুল হান্নান, শ্রী ককিল রাম দাস, মোঃ সুহেল আহমদ, বিলাল উদ্দিন প্রমূখ।
এসময় সারীঘাট দক্ষিন পাড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আজিজুল হক জুবের প্রতিবেদককে জানান, জৈন্তা রাজ্যের ঐতিহ্যবাহী জৈন্তস্বেরী বাড়ী, নাজিমগড় রিসোর্ট, লালাখাল চা- বাগান, শ্রীপুর চা-বাগান ছাড়াও খাসিয়াদের পুঞ্জি ঘুরতে দেশ-বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমন হয় এসকল জায়গায়। সারা রাত গাড়ীতে ভ্রমন করে সকাল কিংবা সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে কোথাও ফ্রেস ওয়াসের সুবিধা না থাকায় সাবেক জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম মহোদয়ের সাথে একাধিকবার আলাপ করলে তিনি জেলা পরিষদের সাথে আলাপ করে এই পাবলিক টয়লেটের সুবিধা করে দেন। আজ থেকে এ পাবলিক টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়াতে পর্যটক এবং বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা তাদের প্রয়োজন সেরে নিতে পারবেন।