ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় সিএনজি চালক সালেহ আহমদ হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসছে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা। মানববন্ধন আর প্রতিবাদ সভায় উত্তাল রয়েছে পুরো গোয়াইনঘাট। মঙ্গলবার সকাল ১০টায় বর্নাঢ্য মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সালেহ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামে। পৈত্রিক জমিতে মরিচের চারা রোপণের সময় অবৈধভাবে জমি দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলায় দুই কিশোরীসহ ১০/১২জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে লেঙ্গুড়া গ্রামের মৃত ইসলাম উদ্দিনের স্ত্রী হানিফা বেগম, মঈন উদ্দিনের স্ত্রী তেরাবান বিবি, মৃত বশির উদ্দিনের স্ত্রী নেওয়ারুন, সেলিমের স্ত্রী রুমানা বেগম, ইসলাম উদ্দিনের মেয়ে এবারুন নেছা, মঈন উদ্দিনের মেয়ে রাশিদা বেগম। এঘটনায় সিএনজি চালক সালেহ আহমদ গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালেহ আহমদ।
এঘটনায় নিহত সালেহ আহমদের ভাই মাসুক আহমদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ৫জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতরা হলেন লেঙ্গুড়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে মকদ্দস মিয়া (৬০), মছব্বির আলী (৭০), একই গ্রামের মশ্রব আলীর ছেলে কামরুল ইসলাম (২০), শুক্কুর আলীর ছেলে রাজীব মিয়া (২০) মুছব্বির আলীর পুত্র ফখরুল ইসলাম (২০)কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিএনজি চালক নিহত সালেহ আহমদ হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে গোয়াইনঘাট বাইপাস শাখার সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন’র সভাপতিত্বে এবং বাইপাস শাখার সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন’র পরিচালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট বাইপাস ৭০৭এর সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক বাদল কান্ত দে, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ, সদস্য ইসমাইল হোসেন, সাহেদ আহদ, মেডিকেল স্টোপেজ’র উপদেষ্টা গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মাতুরতল বাজার স্টোপেজ’র সভাপতি আবদুল মতিন, কোওয়ারা বাজার স্টোপেজ’র সভাপতি কমর উদ্দিন, হাকুর বাজার স্টোপেজ’র আহবায়ক জহির উদ্দিন, ডৌবাড়ী স্টোপেজ’র সভাপতি মোঃ জাকারিয়া আহমদ প্রমূখ।
মানববন্ধনে বক্তৃতারা নারকীয়ভাবে চালক সালেহ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।