ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএমকে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় গোয়াইনঘাট থানা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ’র সভাপতিত্ব এবং এসআই যীশু দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: নজরুল ইসলাম ছিলেন, অত্যান্ত কর্মট ও বিচক্ষণ কর্মকর্তা। ২বছরের কর্মকালীন সময়ে মহামারী করোনা পরিস্থিতিতে মোকাবেলা ও সরকারের জাতীয় নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন ছাড়াও গোয়াইনঘাটের ভূ-খন্ডে ইতিপূর্বে ঘটে যাওয়া সকল অপকর্মের সাথে সরাসরি জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ করে গেছেন। পুলিশ সুপার নজরুল ইসলাম বাংলাদেশ পুলিশ বিভাগের একজন আইকন হিসেবে সকল প্রকার অপরাধ প্রবনতা দূরীকরণের লক্ষ্যে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ফলে বার বার সিলেট জেলা পুলিশের পক্ষ থেকেও শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার অর্জন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সহকারী কমিশনার ভূমি একে এম নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত দিলীপ কুমার নাথ, ইন্সপেক্টর মোস্তফা, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ সয়ফুল আলম আবুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, নির্বাহী সদস্য মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল আলী মাষ্টার, সুবাস চন্দ্র পাল ছানা, এএসআই সালাহ উদ্দিন, এসআই আতিকুজ্জামান জুনেল, এসআই আব্দুল মান্নান, এএসআই আবু সুফিয়ান, এসআই মাসুম আহমদ, এসআই দেবজিৎ দাস, এএসআই মুস্তাক, এএসআই মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য সংবর্ধনা অনুষ্ঠান শেষে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ এর নেতৃত্বে থানার সকল অফিসার ফোর্সবৃন্দ সংবর্ধিত অতিথি মো: নজরুল ইসলাম পিপিএমকে ক্রেস্ট প্রদান করেন।
