ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: আয়ের একটি অংশ মানব কল্যাণে ব্যয়, গুণগত ও মানসম্মত খাবার পরিবেশনের প্রতিশ্রুতিতে যাত্রা শুরু করেছে পিয়াইন ফুড এন্ড জুস বার। শুক্রবার এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সিলেট নগরীর উপশহর আবাসিক এলাকার (বি -ব্লক) মেইন রোডে ব্যবসায়িক যাত্রা শুরু করে “পিয়াইন ফুড এন্ড জুস বার”।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা রড-সিমেন্ট -ডেউটিন মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নূর ট্রেডার্স এর সত্বাধিকারী জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, সাবেক সাধারণ সম্পাদক ও মেসার্স সুরভী এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী জুবায়ের আহমেদ চৌধুরী জাবের সহ আরো অনেক ব্যাবসায়ী, ব্যাংকার, ডাক্তার, আইনজীবী, বিভিন্ন কোম্পানীর বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তবৃন্দ এবং সিলেটের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন “আমব্রেলা” পরিবারের সেচ্ছাসেবীরা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগত অতিথিদের পাশাপাশি সন্ধা ৭টা থেকে রাত দশটা পর্যন্ত বিনামূল্যে পথচারী ও রিক্সা চালকদের মধ্যে মিষ্টি, কেক ও পিয়াইন ফুড এন্ড জুস বারের সিগনেচার আইটেম স্পেশাল মিল্ক শেক এবং কোল্ড কফি দিয়ে আপ্যায়ন করা হয়। পিয়াইন ফুড এন্ড জুস বারের উদ্যোক্তা ইকবাল হোসাইন জানান, গ্রাহকদের গুণগত ও মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি মানব কল্যাণে অংশীদার হওয়ার উদ্দেশ্যেই পিয়াইন ফুড এন্ড জুস বার’র যাত্রা শুরু করা। এই প্রতিষ্ঠানের মোট আয়ের দশ ভাগ (১০%) মানবকল্যাণে ব্যয় করার কথা জানিয়ে তিনি আরও বলেন প্রতিষ্ঠানটির পক্ষ হতে রিকশা, ভ্যান, সিএনজি চালকসহ সাধারণ পথচারীদের জন্য প্রতিদিন বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যাবস্থা থাকবে। প্রতিষ্ঠানটির সফলতায় সকলের দোয়া ও ব্যবসায়িক সহযোগিতা কামনা করেন ইকবাল হোসাইন।