নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ট্রাক ভর্তি ২৮৭ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৬৫ হাজার ৫শ’ টাকা।
শনিবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় নগরীর টিলাগড় থেকে চিনি জব্দ ও চোরাকারবারিদের গ্রেপ্তার করা হয়। এ সময় অবৈধ চিনি ভর্তি ট্রাকও জব্দ করে নিয়ে আসে ডিবি পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) রাতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসএমপির মিডিয়া শাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদ পেয়ে শনিবার ভোর সাড়ে ৬টায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের টিম-১ অভিযান চালিয়ে এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন টিলাগড় পয়েন্টস্থ ভাইভাই পাইকারীবাজার দোকানের সামনে ট্রাক ভর্তি ২৮৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। গ্রেপ্তার করা দুই চোরাকারবারিকে। গ্রেপ্তারকৃতরা হলো- যশোর জেলার কেশবপুর থানাধীন মধ্যকুল গ্রামের মৃত সামাদ সরদারের ছেলে মাহবুবুর রহমান (৩২) ও একই জেলার কোতোয়ালী থানাধীন যশোর গ্রামের বাবু ডালির ছেলে ইব্রাহিম হোসনে (২৫)। তাদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং-০৬, তারিখ-১৩.০১.২০২৪ খ্রিঃ।