বিয়ানীবাজার সিলেট হোম

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন বিয়ানীবাজারের ওসি হিল্লোল রায়

বিয়ানীবাজার প্রতিনিধি:: সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠতার মানদন্ডে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় সিলেট জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৭ডিসেম্বর) সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এসময় সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়া বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নোয়াব মোর্শেদ আবির সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। বিয়ানীবাজার থানার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, আসামী গ্রেফতার, পরোয়ানা তামিলসহ অন্যান্য মামলার তদন্তের সার্বিক বিষয়ে তারা এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এদিকে বিয়ানীবাজার থানায় যোগদানের পর থেকে ওসি হিল্লোল রায় অত্যান্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযানসহ সকল প্রকার অপরাধ অপরাধী দমনে সম্মুখ সারী থেকে নেতৃত্ব দিয়েছেন।এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় প্রতিবেদককে জানান, এই সম্মাননা অর্জনের পিছনে আমার উর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারকীসহ বিয়ানীবাজার থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং কর্তব্যনিষ্ঠা দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। টীম বিয়ানীবাজার থানার সকল পুলিশ সদস্যদের প্রতি আমার ব্যাক্তিগত তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বিয়ানীবাজারবাসীর সহযোগীতা এবং নিরলস প্রচেষ্টায় এখানকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *