গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেট জেলায় সকল ক্যাটাগরিতে ফেব্রয়ারী মাসের কর্মযঞ্জের জন্য শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন গোয়াইনঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দিবাস চন্দ্র দাস। এছাড়াও শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার এসআই জহিরুল ইসলাম। রোববার (৬মার্চ) সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাদের পুরস্কৃত করা হয়।এসময় তাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম)। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মাননা বিষয়ে গোয়াইনঘাট থানার এএসআই দিবাস চন্দ্র দাস জানান, এই অর্জনের পেছনে উর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ গোয়াইনঘাট থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। গোয়াইনঘাটের সকল পুলিশ সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরোও-বলেন, যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। তাই পুরস্কারের জন্য তাকে মনোনীত করায় সিলেট জেলার মাননীয় পুলিশ সুপারসহ উর্ধ্বতন সকল কর্মকর্তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব পুরস্কার প্রাপ্তীর বিষয়টি নিশ্চিত করেছেন।
