গোয়াইনঘাট প্রচ্ছদ

সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক’র উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: কোভিট-১৯ বা করোনা ভাইরাসে সমগ্র বিশ্ব যখন থমকে আছে। সেই সাথে থমকে আছে খেটে খাওয়া ঘাম ঝরানো শ্রমিকের কর্মসংস্থান। সরকারের বেধে দেওয়া লক ডাউনে কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছে সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার হাজার হাজার পরিবার। আর অসহায় সে পরিবার গুলোর কথা চিন্তা করে সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক উনিয়ন- (২১৫৯) মানবতার হাতকে প্রসারিত করতে ত্রাণ সামগ্রী নিয়ে দাড়িয়েছে অসহায় সে পরিবার গুলোর পাশে।  সাধ্যমতো ত্রাণ সামগ্রী নিয়ে ছোটাছুটি করছে অসহায় সে পরিবার গুলো দুয়ারে দূয়ারে বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত।

ত্রাণ সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার ৩০ এপ্রিল উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে, ফতেহপুর ইউনিয়নে, পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি, মাতুরতল, রুস্তমপুর ইউনিয়নের হাদারপার এলাকার অসহায় দারিদ্র্য পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পশ্চিম ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুমন প্রমূখ।

শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমান ডেইলি গোয়াইনঘাটকে বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে ত্রান বিতরণকারী টিম ব্যাতিত সবাইকে যার যার ঘরে থাকার অনুরোধ করছি। তিনি আরোও বলেন সরকারের নিকট যথেষ্ট ত্রাণ সামগ্রী  রয়েছে। যারা এখনো ত্রান সামগ্রী পাননি তারা অপেক্ষা করুন ক্রমান্বয়ে আপনার/ আপনাদের দরজায় সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকলকে ধৈর্যসহকারে সরকারের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *