Uncategorized

সীমান্তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য পুলিশ ও বিজিবির যৌত উদ্যোগে জনসচেতনতামুলক সভা

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলাটি দেশের অন্যতম উপজেলা হওয়ার সুবাদে এখানে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাংলাদেশের নাগরিকগন পার্শ্ববর্তী দেশ ভারতের সীমানা অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার কারণে ভারতীয় বিএসএফ অথবা খাসিয়া কর্তৃক গুলিবিদ্ধ হয়ে আহত কিংবা নিহতের ঘটনা ঘটেই থাকে। যার কারণে সীমান্তে বসবাসকারী পরিবার গুলো সর্বদাই থাকে আতংকে। আর এ লক্ষ্য গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবির উদ্যোগে সীমান্তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য পুলিশ ও বিজিবির যৌথ উদ্যোগে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সোনারহাট বিওপি, দমদমিয়া বিওপি, বিছনাকান্দী বিওপি এলাকায় একযুগে এ সচেতনতামুলক সভায় উপজেলার সমাজিক, রাজনৈতিক, সুশীল সমাজ ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গরা উপস্থিত থেকে জনসচেতনতামুলক সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।

একযোগে উপজেলার বিভিন্ন জায়গায় এমন জনসচেতনতা মুলক সভা নিয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ডেইলি গোয়াইনঘাটকে জানান,, গোয়াইনঘাট উপজেলা একটি সীমান্তবর্তী এলাকায় হওয়ার কারণে প্রায়শই এই এলাকার লোকজন বিশেষ করে সীমান্ত হতে ১৫০গজের ভিতরে ঢুকে গরু/গবাদি পশু চরানোর জন্য দিয়ে থাকে। তা ছাড়া ভারতীয় জ্বালানি কাঠ, ফলমূল যেমন কমলা, নারিকেল, সুপারিসহ খাঁচামাল জাতীয় দ্রবাদি চুরি করতে দিনে কিংবা রাতের আধাঁরে চুরি করতে আনতে গেলে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন পাখির মতো গুলি বর্ষন করলে এমন হতাহতের ঘটনা ঘটে। যার উদাহরণ স্বরূপ চলতি বছরের মে মাসে লাকড়ি সংগ্রহের সময় কান্দুবস্থি গ্রামের গেদু মিয়ার পুত্র কালা মিয়া (৩৮)কে জাফলং জিরো পয়েন্ট এলাকায় ভারতীয় বিএসএফ কর্তৃক গুলি করে হত্যা করে। বিগত ১০জুন উপজেলার কুলুমছড়ার পাড় গ্রামের মৃত আকবর আলীর পুত্র মিন্টু মিয়া (৩০) ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়। সর্ব শেষ ২জুলাই দমদমিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র নাজিম উদ্দিন( ৩২)কে খাসিয়ার গুলিতে প্রাণ দিতে হয়েছে।

জনসচেতনতামুলক সভায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় প্রমূখ। উল্লেখ্য এসময় উপজেলার বিজিবি ও থানার সংশ্লিষ্ট বিট অফিসারগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *