গোয়াইনঘাট

স্কাউট সমাবেশ থেকে অর্জিত জ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন ঘটাতে হবে … মো: নাসির উল্লাহ খান

নিজস্ব প্রতিবেদক : স্কাউটিং সমাবেশ থেকে অর্জিত জ্ঞান চলার পথে প্রতিটি কাজ ও কর্মে প্রতিফলন করতে হবে। গোয়াইনঘাটের পর্যটনকে সুষ্ঠু ব্যাবস্থাপনায় স্কাউট সদস্যরা সহযোগিতা করতে হবে। মানুষের মতো মানুষ; হয়ে দেশ ও জাতির কল্যানে এগিয়ে আসতে হবে। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ থেকে অন্যায়, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রতিহত করতে হবে।

শনিবার (২১) ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী , ৩য় স্কাউট সমাবেশের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোঃ নাসির উল্লাহ খান এসব কথা বলেন।
স্কাউট সদস্যদের উদ্দেশে মো: নাসির উল্লাহ খান ‘তোমাদের ভেতরে বিপুল শক্তি রয়েছে। তোমরা চাইলে হিমালয় পর্বতকেও সরাতে পারো। তোমাদের সেই শক্তিকে জাগাতে হবে। সে শক্তি দিয়ে আমরা দেশটাকে অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে আরও এগিয়ে যেতে পারি। আমরা যেন বিশ্বের কাছে গর্বের সঙ্গে বলতে পারি আমরা বাংলাদেশি।
বাংলাদেশ স্কাউট গোয়াইনঘাট উপজেলা শাখার
আয়োজনে ‘জঙ্গিবাদ নির্মূলে সচেতনতা সৃষ্টিতে স্কাউটিং’ স্লোগানে পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশের সমাপনী অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার জেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২১জন শিক্ষার্থী অংশগ্রহন করে ।
বাংলাদেশ স্কাউট গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে ঐতিহ্য বাহী সোনার বাংলা উচ্চবিদ্যালয় মাঠে ৩য় সমাবেশের সমাপনী দিনে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি নাজমুস সাকিব ।
বাংলাদেশ স্কাউট গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমিনুর রহমান চৌধুরী,
তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের উপ-কমিশনার ইমদাদুল হক সিদ্দিকী, সিলেট জেলা স্কাউট সম্পাদক মোঃ মোকাব্বির আলী,বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো: আব্দুস শহীদ,
,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিলেট জেলা কাব লিডার আহমেদুল কিবরিয়া বকুল, সিলেট জেলা স্কাউটের সহকারী কমিশনার এডভোকেট হিফজুর রহমান,
গোয়াইনঘাট উপজেলা স্কাউট কমিশনার
নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা স্কাউট শাখার অর্থ সম্পাদক গোপাল কৃষ্ণ দে চন্দন, সহকারী কমিশনার সালিকুর রহমান, তোয়াকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন,
উপজেলা স্কাউট লিডার মাষ্টার শাহজাহান, তোয়াকুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাসউদ্দীন, সোনারহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, ফারুক আহমদ কুনকিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন রশিদ, সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো আতিকুর রহমান, সোনার বাংলা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফ, তোয়াকুল উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো সিরাজ উদ্দিন, ইউপি সদস্য মো হেলাল উদ্দিন, মর্তুজ আলী, সাবেক সদস্য শামছ উদ্দিন আল আজাদ,তোয়ূকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজির চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আমির উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির প্রমূখ।

স্কাউট সমাবেশ ও সমাপনী দিনে উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়, কোওর বাজার উচ্চ বিদ্যালয়,আলীরগাওঁ উচ্চ বিদ্যালয়,তোয়াকুল উচ্চ বিদ্যালয়, বঙ্গবীর এম,এজি ওসমানী উচ্চ বিদ্যালয়,সোনারহাট উচ্চ বিদ্যালয়,আমির মিয়া উচ্চ বিদ্যালয়,হাজী সোহরাব আলী স্কুল ও কলেজ, ইদ্রীস আলী উচ্চ বিদ্যালয় ও মহসিন মনসুর ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *