প্রচ্ছদ সংস্কৃতি

স্বরস্বতী পূজা উপলক্ষে জৈন্তাপুর-গোয়াইনঘাট থানার অফিসার দ্বয়ের শুভেচ্ছা বার্তা

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের পর্যটন এলাকা গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ এবং নীলনদ আর আর চায়ের রানী জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ও গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজা উপলক্ষে পৃথক পৃথক শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় অফিসারগন ডেইলি গোয়াইনঘাটকে জানান, হিন্দু ধর্মের বিশ্বাসে দেবী সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। এ বছর পূজার তিথি পড়েছে দুই দিন। পঞ্চমী তিথি শুরু হয়েছে গতকাল সকাল সোয়া ৯টায়। আজ অপরাহ্ন ১টা ২০ মিনিট পর্যন্ত চলবে। নিত্যপূজা ও দধিকর্ম আজ সকাল সাড়ে ৭টায়। আরতি সন্ধ্যা ৭টায় এবং পূজাঞ্জলি সাড়ে ৯টায়। প্রতিমা বিসর্জন আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায়।

সনাতন ধর্মীয় রীতিতে গতকাল প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর ও চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর চরণামৃত নেন ভক্তরা। তাদের বিশ্বাস, দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। আজ শীতল ষষ্ঠীতে শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথা প্রচলিত আছে। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে।

প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতীসদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার তাড়ি ও দোয়াত-কলম রেখে পূজা করার প্রথা ছিল। শ্রীপঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত।।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। সিলেটের গোয়াইনঘাট- জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা প্রভৃতি রয়েছে।

এছাড়াও জৈন্তাপুর-গোয়াইনঘাটের পূজা অর্চনারত মান্ডপে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী কাজ করছে। কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটলে থানা পুলিশকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *