প্রচ্ছদ

স্বাগত রমাদান ভরিয়ে দিতে প্রাণ….❤️?

বছর ঘুরে আবার তুমি টোকা দিলে মনে-সু-সৌরভে ভরিয়ে দিয়ে,ছড়িয়ে যাবে প্রাণে।

থেমে গেল দেহ মনের পাপের কলতান,
এসে যখন দস্তক দিলে মাহে রমাদান।

কানে কানে বললে তুমি, সবার কাছে এসে-
ওরে পাপী ভয় কি রে তোর? বেজার কেন বসে।

রহমত আমি নিয়ে এলাম, ভরিয়ে দিতে ধরা-
এখন থেকেই মিলিয়ে যাবে সকল পাপের ঘড়া।

রহমতেরই পানি দিয়ে ধুয়ে দিতে সবি-
পবিত্রতা ছড়িয়ে দিবে বরকতেরই রবি।

লক্ষ কোটি নেকি নিয়ে, ফেরেসতারা ভবে,
পৌছে যাবে রোজাদারের ঘরে ঘরে সবে।

তবুও কেন চিন্তা এত কষ্ট কেন তবে?
চাওয়ার মত চেয়ে দেখ, নিরাস নাহি হবে।

সকল গোনাহ মুছে যাবে, নাযাত পাবে তুমি,
মাহে রমজান এসে যখন ছুবে অন্তর জমি।

বদ্ধ মনের জানালা খুলে, আপন আপন ঘরে-
নেক আমলে পূর্ণ জীবন, সুখে নিবে ভরে।

তাই নিরাশ নাহি হও তুমি, দুহাত তুলে ধরে-
নিয়ম সকল পালন কর, নাযাত পাবার তরে।

>>কাকলি আক্তার মৌ <<

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *