ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্র এখনো নানাভাবে সোচ্চার রয়েছে। এই অপশক্তির যেকোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে।শনিবার (২১আগষ্ঠ) গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এসময় সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ২১আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ২০০৪ সালের এ দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলার মূল লক্ষ্য ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা এবং আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা। মানবন্ধনে তিনি দেশ নেত্রী ও গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার প্রতি আস্থা রেখে বলেন, সকল আইনি বিধি-বিধান ও প্রক্রিয়া অনুসরণ করে খুব দ্রুত সম্ভব ২১আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর হবে। এই রায় কার্যকর করার মধ্যদিয়ে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে এবং বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমিতে পরিণত হবে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার ইসমাইল আলী’র পরিচালনায় মানবনন্ধনে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগ’র সভাপতি মো. নজরুল ইসলাম, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, সাংবাদিক সুবাস দাস, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, গোলাম কিবরিয়া রাসেল, যুবলীগ নেতা এম মহিউদ্দিন মহি ও রুস্তুমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউপি সদস্য কামাল হোসেন, উপজেলা শ্রমিকলীগ’র সহ সভাপতি মোঃ বেলাল আহমদ প্রমূখ।
মানববন্ধন শেষে উপস্থিত নেতৃবৃন্দরা ২১আগষ্ঠের গ্রেনেড হামলায় বেগম আইভি রহমানসহ ২২জন নেতাকর্মী নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত পাঁচ শতাধিক নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
