ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: ০৭ মার্চ (শনিবার) বিকাল ০৫টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলীরগাঁও সমাজকল্যাণ যুব সংঘ ও আলীরগাঁও উন্নয়ন সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাধীনতার মাস উপলক্ষ্যে আলোচনা সভা ও হামদ-নাত মাহফিল।
মাওলানা আমিরুল ইসলাম ও আলীরগাঁও উন্নয়ন সংগ্রামের চেয়ারম্যান মাওলানা মাহদী হাসানের যৌথ সভাপতিত্বে এবং আব্দুল্লাহ সালমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ বলেন- অগ্নীঝরা মাসে স্বাধীনতার আলোচনা শেষ করার নয়। আমরা স্বাধীনতা পেয়েছি, রক্ষাও করতে হবে। আর রক্ষা করাটা খুব কঠিন। স্বাধীনতার এই মাসে আমরা সবাই স্বাধীনতা রক্ষায় ও দেশ উন্নয়নে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই দেশ,জাতি ও ধর্মের কাজে এগিয়ে আসতে হবে আর এই প্রতিজ্ঞাই আমরা নিতে হবে। আমাদের কাছে এই রক্তঝরা মার্চ মাসের রয়েছে এক অন্যরকম আবেদন। এটি অগ্নিঝরা ইতিহাসের মাস, বিষাদ ও বেদনার মাস। এই মাসের ২৫ তারিখ থেকে লেখা শুরু হয়েছিল এক অমর মহাকাব্য; যার নাম বাংলাদেশ। বাঙালীর জীবনে ভাষা আন্দোলনের স্মারক মাস ফেব্রুয়ারির পর মার্চের গুরুত্ব অপরিসীম। আমাদের স্বাধীনতার জন্য চূড়ান্ত লড়াই শুরু হয় এই মার্চেই। একাত্তরের গোটা মার্চ মাসই ছিল অত্যন্ত ঘটনাবহুল। ’৬৯-এর গণঅভ্যুত্থানের পর এ দেশ যে স্বাধীনতা আন্দোলনের পথে এগোচ্ছিল তা স্পষ্ট হয়ে যায় এই মার্চেই। পাকিস্তানের শোষণ, নির্যাতন আর বৈষম্যের বিরুদ্ধে জাতি স্বাধীনতার জন্য উন্মুখ হয়েছিল। এ দেশের তরুণ-তরুণী, আবালবৃদ্ধবনিতা সেদিন এই একটি কণ্ঠের মন্ত্রমুগ্ধে আবিষ্ট হয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য যার যার মতো করে প্রস্তুতি গ্রহণ করে। স্বাধীনতা এবং মুক্তির ঐকতানে জাতি এক হয়। যার ফলে পেয়েছি এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আজো আমরা ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করে বলেন- আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ইসলামি সংস্কৃতিতে বেড়ে উঠতে ও জ্ঞানের আলোয় নিজেদের গড়তে পারে সে জন্য তাদের ইসলামী সাংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকা প্রয়োজন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ বশির আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা আব্দুল্লাহ শাকির, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ লাল মিয়া, সমাজসেবক এবাদুর রহমান, ছাত্রনেতা হাফিজ জাকির হুসাইন, সীমান্তের আহ্বানের সম্পাদক মণ্ডলীর সভাপতি আবুল হাসানাত।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংগ্রামের সাধারণ সম্পাদক মুহসিন আহমেদ।
উপস্থিত ছিলেন সালেহ আহমেদ শাহবাগী, হাফিজ জশিম উদ্দিন, হাফিজ আফজাল হুসাইন, রফি উদ্দিন শাহিন প্রমুখ। মিডিয়া ব্যাক্তিত্ব আলহাজ্ব মাওলানা বাহা উদ্দিন বাহারের উপস্থাপনায় হামদ-নাত মাহফিলে সংগীত পরিচালনা করেন হাফিজ আব্দুল করিম দিলদার, ফয়েজ আহমদ শাহরুখ, এইচ এম আমানুল্লাহ, আনোয়ারুল করিম মুস্তাজাব, সুফিয়ান বিন এনাম, নাজিম কাওছার, আব্দুল আহাদ, তারেক মনোয়ারসহ সিলেটের খ্যাতিমান শিল্পীরা।