গোয়াইনঘাট হোম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ’র পুষ্পস্তবক অর্পণ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: বাঙালির চিরদিনের গৌরব, অসমসাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের অর্ধশতবর্ষ পূর্ণ হলো। ১৯৭১ সালের আজকের এই দিন ১৬ডিসেম্বরে দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালিরা। পাকিস্তানি হানাদার বর্বর ঘাতক সেনাবাহিনী অবনত মস্তকে পায়ের কাছে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)। যেখান থেকে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭মার্চে তাঁর কালজয়ী ভাষণে হামলাকারীদের বিরুদ্ধে যার যা আছে তা–ই নিয়ে বাঙালিদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ঘোষণা করেছিলেন। তার বক্তব্যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে পাকিস্তানিদের বিরুদ্ধে হুংকার দিয়েছিলেন।১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন কারার পরও ক্ষমতা হস্তান্তর না করে পশ্চিম পাকিস্তানিরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে। এরই একপর্যায়ে পাকিস্তানি হানাদার সেনারা ১৯৭১সালের ২৫মার্চ রাতে ঘুমন্ত নিরীহ নিরস্ত্র সাধারণ বাঙালিদের ওপর চালায় মানব ইতিহাসের ঘৃণ্যতম গণহত্যা। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় তাঁর ধানমন্ডির বাসভবন থেকে। এর আগেই তিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে হানাদারদের প্রতিরোধের সংগ্রামের আহ্বান জানান। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯মাস মুক্তিযুদ্ধের শেষে ৩০লাখ শহীদের রক্ত, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর পরাক্রমের কাছে মাথানত করে পাকিস্তানি ঘাতকের সেনার দল। পৃথিবীর বুকে অর্ধশত বছর আগের এই দিনে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। বাঙালি ঊর্ধ্বলোকে তুলে ধরে প্রাণপ্রিয় লাল-সবুজ পতাকা। গেয়ে উঠেছিল ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…। আজ সেই পতাকার, সেই গানের সুবর্ণজয়ন্তীর দিন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবার। ফলে এ বছরটি জাতির জন্য বিশেষভাবে তাৎপর্যময়।এদিকে আজ (১৬ই ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনারে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ ছাত্রলীগ গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ’র পক্ষ থেকে গোলাম রেজওয়ান রাজীব’র নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ কালে এসময় উপস্তিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা, সাফওয়ান আহমদ, ইমরান আহমদ, সালমান আহমদ, নাজিম উদ্দিন নাহিদ, বদরুল ইসলাম বদর, ইমরান আহমদ, রুবেল আহমদ, সুহেল আহমদ, মিজানুর রহমান, আসাদ হোসেন শাকিল, মামুনুর রশিদ, কামরুজ্জামান, তাজুল ইসলাম, সাইদুর রহমান, উমর আলী, কবির আহমদ, রমজান, আঃহাকিম, তোফায়েল, পাবেল, সজিব, শাহজাহান, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, সাদ উদ্দিন, গোলাম আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *