গোয়াইনঘাট প্রচ্ছদ

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে সকাল ১১টায় গোয়াইনঘাট প্রেসক্লাব চত্তর থেকে এক বর্ন্যাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে পূনরায় প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভায় এসে মিলিত হয়।

দুপুর ১২টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে
মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার’র পরিচালনায় ও উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি মোঃ আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান ছিল অবিস্মরণীয়। যার কারণে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মোঃ আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ, মোঃ আমিনুর রশিদ আমিন, আবুল কাশেম, ডাক্তার আলা উদ্দিন, মোঃ আবু মিয়া। গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি মোঃ কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ কামাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ।

অপর দিকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পূর্ব জাফলং ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্থফা, সাধারণ সম্পাদক হাবিল আহমদ,  শেখ ফরিদ, জিয়াউর রহমান জিয়া, আলীরগাঁও ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তুতা মিয়া, সহ সভাপতি মুখলেছুর রহমান, ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের পক্ষ থেকে ফয়জুল হাসান, এলোয়ার হোসেন, রুস্থমপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ,  আলমগীর হোসেন, পশ্চিম জাফলং ইউনিয়নে আহবায়ক ময়ুর মিয়া, ফখরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়নের আহবায়ক গোলক লাল দাস, লেঙ্গুড়া ইউনিয়নের দুলাল আহমদ,  ইলিয়াস আহমদ, আফতাব উদ্দিন, ফতেহপুর ইউনিয়নে আহবায়ক মাসুক আহমদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *