হোম

হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যেবাহী কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ- প্রতিটি দেশের একটি জাতীয় খেলা থাকে। আমাদের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি। কিন্তু কালক্রমে এই খেলার কদর দিন দিন হারিয়ে যেতে বসেছে। আগে স্কুল ভিত্তিক আন্তঃস্কুল বা থানা কাবাডি প্রতিযোগিতার আয়োজন চোঁখে পড়ত। বর্তমানে সেটাও চোখে পড়ে না। নতুন প্রজন্মের কাছে কাবাডি খেলাটি অপরিচিত হয়ে উঠছে। আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে শিশু কিশোরদের মধ্যে আসছে নতুন নতুন খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও ঘরে ঘরে ভিডিও গেমের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব ধরনের খেলাধুলা। মহাকালের পাতা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলা।বই পুস্তকে খেলার নাম দেখলেও বাস্তবে খেলার সুযোগ হয়ে উঠেনি এমন শিশুর সংখ্যা বাড়ছেই। আর হারিয়ে যাওয়া খেলায় যুক্ত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ( হাডুডু) খেলার নামও। যা আমাদের দেশের জাতীয় খেলা। এই হাডুডু খেলাকে বাঁচিয়ে রাখতে মুজিব বর্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থা  ও গোয়াইনঘাট থানা পুলিশের যৌথ উদ্যোগে ২৪মার্চ (বুধবার) সকাল ১১টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন কাবাডি প্রতিযোগীতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত দিলীপ কান্ত নাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, সদস্য মোঃ আলী হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক  সভাপতি  মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল হাসান মারুফ প্রমুখ।সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান  বলেন, বিলুপ্ত এই খেলাটি ধরে রাখার জন্যই কাবাডি (হাডুডু) খেলার আয়োজন । নতুন প্রজন্ম যাতে এই খেলা সম্পর্কে জানতে পারে এ উদ্যেশেই এই খেলার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *