ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক একাধিক বারের সফল ও জননন্দিত চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সন্ধ্যায় পুকাশ স্কুল এন্ড কলেজে মাঠে অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টায় যে দুটি শক্তিশালী দল উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহ করবে তারা হলো সারী ইলেভেন ব্রাদার্স (দরবস্ত) বনাম সততা স্পোর্টিং ক্লাব(জাতুগ্রাম)। জাঁকজমকপূর্ণ এ খেলায় ফুটবলপ্রেমী সকল শ্রেণির দর্শকবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান।
উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের একাধিক বারের সফল সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেল মোঃ নজরুল ইসলাম এএসপি, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গোলাম জিলানী প্রমুখ।