ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: বিশ্বব্যাপী মহাসংক্রামক করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে আজ বৃহস্পতিবার (২৬মার্চ) দুপুর থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের পাশাপাশি একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়াইনঘাট উপজেলার প্রধান প্রধান সড়কের পাশাপাশি গ্রাম গঞ্জের মেঠোপথেও থাকবে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। বৃহস্পতিবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব এর কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে ল্যাফটেন্যান্ট নির রিজোয়ানুর রহমান অনিক ডেইলি গোয়াইনঘাটকে জানান, উপজেলার প্রতিটি এলাকায় স্বার্বক্ষনিক উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে সেনাবাহিনীর ২টি টিম মাঠে কাজ করবে। এছাড়াও থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো থাকবেই। এসময় প্রতিটি বাজারের মাছ বাজার, ফার্মেসী, সরকারের নির্দেশনা অনুযায়ী মুদি দোকান ছাড়া কোন ধরনের দোকানপাট খোলা না রাখতে অনুরোধ জানিয়েছেন তিনি। যদি নিত্য প্রয়োজনীয় দোকান ব্যাতিত কোন দোকান বা কাউকে অহেতুক রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পাওয়া যায় তা হলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট -কোম্পানীগঞ্জ সার্কেল নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার রেহান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন প্রমূখ।
অপর দিকে দুপুর ১২টাথেকে গোয়াইনঘাট উপজেলার সদর বাজার, রাধানগর বাজার, মোহাম্মদপুর বাজার, মামার দোকান, গুরকচি বাজার, আহার কান্দি বাজার, তোয়াক্কুল বাজার, সালুটিকর বাজার, লাফনাউট বাজার, বারহাল বাজার, বঙ্গবীর বাজার, হাদার পাড় বাজারসহ উপজেলায় অবস্থিত সকল দোকানপাট বন্ধের লক্ষ্য বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ অনাড়ম্বর এক মহড়া দিয়ে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দিয়েছেন । উপজেলাব্যাপী সেনাবাহিনী ও পুলিশের মহড়ায় এসময় শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদকর্মীরা এতে অংশ নেয়।