ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: করোনাভাইরাস প্রাদুর্ভাবে যতই দিন যাচ্ছে পরিস্থিতি ততই কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে বলিউডের তারকারা তাদের সাধ্যমতো এগিয়ে এসেছেন অসহায়দের পাশে। এবার সহায়তার হাত বাড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে অনুযায়ী, করোনাভাইরাসে খেটে খাওয়া মানুষগুলো যখন বিপাকে পড়েছেন। ঠিক তখনই তাদের খাবাররের ব্যবস্থা করেছেন তামান্না ভাটিয়া। মুম্বাইয়ের বস্তিবাসী, আশ্রিত ও বৃ’দ্ধদের ঘরে এসব খাবার পৌঁছে যাচ্ছে অপলক দৃষ্টিতে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এ সহায়তা দিচ্ছেন বলে জানিয়েছেন তামান্না ভাটিয়া।
তামান্না ভাটিয়া তার ব্যবহৃত ইনস্টাগ্রামে এমন পোষ্টে বলেছেন, কারোনাভাইরাসে লাখো মানুষ বিপাকে পড়েছেন। কার্যকর লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখায় এ সংকট থেকে বাঁচার উপায়। হাজারো দিনমজুর ও অভিবাসী শ্রমিক তাঁদের জীবিকা হারিয়েছেন। যার জন্য দিনমজুর ও অভিবাসী শ্রমিকদের সহায়তার আহ্বান জানিয়েছেন তামান্না।