প্রচ্ছদ সারাদেশ

১৩ মে থেকে বৃষ্টির সম্ভাবনা : তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও ৩দিন

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি মধ্য বঙ্গোপসাগরে আসতে পারে ১২বা ১৩মে। এর প্রভাবে ওই সময় বাংলাদেশে কিছু বৃষ্টি হতে পারে। সোমবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।আজ সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৯ জেলা ও ৩ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা মনে করছেন, গরমের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে। এ দিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও অন্তত ৩ দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এছাড়া এ মাসের শেষে আরেকটি তাপপ্রবাহ আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *