ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: মুজিব বর্ষে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করতে টেকসই উন্নয়নে বিশ্বাসী। এরই আলোকে সরকার গ্রামকে শহরে রুপান্তরিত করতে ঐকান্তিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নের আওতায় ১নং রুস্তমপুর ইউনিয়ন ও ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে ২৮লক্ষ টাকা ব্যায়ে সাড়ে ৪কিলোমিটার মাটি কাজ রাস্তার ও ৫টি কালর্ভাড এর শুভ উদ্ভোধন করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত ইজিপিপি কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্প উপজেলা সদরে সাথে যোগাযোগে ৮কিলোমিটার দূরত্ব কমে আসলো।
উদ্ভোধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ ডেইলি গোয়াইনঘাটকে জানান, রাধানগর-হাদারপার রাস্তা হওয়ায় গোয়াইনঘাট-রাধানগর রাস্তার যোগাযোগ ব্যাবস্থায় পর্যটন এলাকাকে আরোও মুখরিত করবে। সেই সাথে বিছানাকান্দী, জাফলং, পান্তুমাই সর্বপরি রাতাগুল সোয়াম ফরেস্ট বিশ্বের বুকে আরোও পরিচিত মেলে ধরবে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা এবং সরকারের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে উন্নয়নের গনজোয়ারে গোয়াইনঘাটকে সামিল রাখার জন্য।
এসসম উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, গোয়াইনঘাট উপজেলা পিআইও শীর্ষেন্দু পুরকায়স্থ ,উপজেলা ইন্জিনিয়ার রসেন্দ্র কুমার,২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন শিহাব এবং দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য ও সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এ সময় স্থানীয় এলাকাবাসীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিবের মাধ্যমে সরকারের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট – ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদের সু-দৃষ্টি কামনা করে বলেন, আমাদের ঐ রাস্তাটি মন্ত্রী মহোদয় পাকা করণ ও পলাশের ঘাটের ব্রিজের ব্যাবস্থা করে দিলে আমরা অত্র ইউনিয়নের জনসাধারণ সরকারের উন্নয়নে অংশীদার হবে।