Uncategorized

৫নং আলীরগাঁও ইউনিয়নে আহমদ আলী জনকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

আব্দুল কাদির বিশেষ প্রতিবেদকঃঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ের “আহমদ আলী জন কল্যাণ ফাউন্ডেশন“র উদ্যোগে ও ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আহমদ আলী সাহেবের অর্থায়নে অদ্য রবিবার সকাল ১১টায় পূর্ব আলীরগাঁওয়ের মধ্যে প্রায় ছয় শতাধিক অসহায়, গরীব, কর্মহীন পরিবারের মধ্যে ইউনিয়নের মোট ৩২টি গ্রামকে ৬টি ভেন্যুতে ভাগ করে ঈদ খাদ্য-সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। আহমদ আলীর পক্ষ থেকে আহমদ আলী জনকল্যা ফাউন্ডেশনের সদস্য, শুভাকাঙ্খী, সমর্থকবৃন্দ ভেন্যুতে সহ বাড়ী বাড়ী ঈদ খাদ্য সামগ্রী উপহার পৌছে দেন। উল্লেখ্য যে ৩২ গ্রামকে ৬টি ভেন্যুতে ভিবক্তাকারে উপহার সামগ্রী কার্যক্রম সম্পন্য হয় তার বিস্তারিতঃ- ভেন্যু ১- সময়:সকাল ১১:০০টায় স্থানঃ বাঘের সড়ক লাতু সংলগ্ন, ফাউন্ডেশনের দাতা-প্রতিষ্ঠাতা আহমদ আলী সাহেবের বাড়ী। বিতরনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবী কামরুল ইসলাম, লুকমান আহমদ, মাওঃ আবুল হোসেন, আলীম উদ্দীন, সুলতান আহমদ, আমীর উদ্দীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ভেন্যু-২ সময় দূপুর-১২:৩০স্থানঃ নয়াখেল বটতলা। বিতরনে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবি নয়াখেলের আনওয়ার হোসেন, সোহেল আহমদ, ডালিম আহমদ জুনেদ আহমদ, আলীম উদ্দীন ও ঠিকর নয়াখেলের পারভেজ মোশাররফ, নাজিম উদ্দীন, জলাল আহমদ, এনাম উদ্দীন, হেলাল উদ্দীন, সাজুদ্দীন, জুয়েল আহমদ, জলিল আহমদ সহ প্রমুখ।

ভেন্যু-৩, সময়ঃবিকাল ০২:০০ স্থানঃধর্মগামস্থ আল ইহসান সমাজ কল্যান যুব সংঘের সভাপতি জনাব আব্দুল কাদির’র বাড়িতে বিতরনের সময় উপস্থিত ছিলেন ৫নং পূর্ব আলীরগাঁও ইউ/পি ৮নং ওয়ার্ডস্থ ধর্মগ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুর রব,তরুন সমাজসেবী ও ফাউন্ডেশনের সদস্য জনাব আব্দুল কাদির,এম আশফাক জামিল, হাফিজ লুৎফুর রহমান, মাসুম আহমদ, খলাগ্রামের সমাজসেবী আলমাস আহমদ, বিলাল উদ্দীন, লান্দুর সেচ্ছাসেবি মুশাররফ হোসেন, পাঁচসেউতির আব্দুল মালেক, সাহাব উদ্দীন, আব্দুশ শুকুর, লাউবিলের সালাম,কালা মিয়া সহ প্রমুখ।
ভেন্যু-৪ সময়ঃ বিকাল-০৩:০০স্থানঃ বারহাল আলিম মাদ্রসা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আরিফ আহমেদ, সোলেমান আহমদ, তানজিম আহমদ, মারুফ আহমদ, আলমগীর হোসেন, রাসেল আহমদ, রুবেল আহমদ রানা, বদরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ভেন্যু-৫ সময়ঃ বিকাল ০৪:০০ স্থানঃলাফনাউট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ডাঃহোসাইন আহমদ, ফয়সল আহমদ, আব্দুর রহমান, আলমগীর হোসেন, আরিফ আহমদ,মামুন আহমদ, আবুল কালাম সহ প্রমুখ। ভেন্যু-৬ সময় বিকাল-০৫:০০ স্থানঃকাকুনাখাই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মঞ্জিলতলা যুব সংঘের সভাপতি সাহেদ আহমদ রাজা, সা:সম্পাদক ইয়াহইয়া আহমদ বাদল, সহ সদস্য জয়নুল আবেদীন,এখলাসুর রহমান, শাহেদ আহমদ, তোফায়েল আহমদ সহ এলাকার যুবক ও সম্মানিত ব্যক্তিবর্গবৃন্দ। আহমদ আলী ফাউন্ডেশন ও আহমদ আলী সাহেবের ঈদ উপহার সামগ্রী বিতরনের কার্যক্রমকে সাধুবাদ জানান সর্বস্থতরের জন-সাধারণ সহ সম্মানিত ব্যাক্তিবর্গ। তৃনমূলের শুকরিয়া জ্ঞাপন সহ প্রশংসার পাত্র হিসাবে খ্যাতি অর্জন করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আহমদ আলী। এলাকার সবাই আহমদ আলী জনকল্যাণ ফাউন্ডেশন কে তাদের কার্যক্রমে আন্তরিক ধন্যবাদ,কৃতজ্ঞতা জ্ঞাপন সহ সার্বিক মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *