সারাদেশ

৫ দিনের সফরে কাল সিলেট আসছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ

নিজস্ব প্রতিবেদক:: ৫ দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৫ আগস্ট) সিলেট আসছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বিমান যোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এদিন সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন।বুধবার (১৬ আগস্ট) জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষে সুফল ভোগীদের মধ্যে গবাদিপশু বিতরণ ও বিভিন্ন প্রতিষ্টানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করবেন। মন্ত্রী এদিন বেলা ২ টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বৃহস্পতিবার সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মন্ত্রী ইমরান আহমদ।শুক্রবার (১৮ আগস্ট) গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষে সুফল ভোগীদের মধ্যে  গবাদিপশু বিতরণ ও বিভিন্ন প্রতিষ্টানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করবেন। মন্ত্রী এদিন বেলা ২ টায় গোয়াইনঘাট  উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শনিবার (১৯ আগস্ট)  বেলা ২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সরকারি এ সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন মন্ত্রীর একান্ত সহকারী সচীব মোহাম্মদ রাশেদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *