ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ, দফাদার ও মহল্লাদারদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব’র কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮৬জন দফাদার ও মহল্লাদারদের মধ্যে সরঞ্জমাদি বিতরণকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন, প্রতিবারেন্যায় এবারও সরকার দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ গুলোতে কর্মরত গ্রাম পুলিশ( দফাদারকে) পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করে আসছে। এরই দ্বারাবাহিকতায় আজ গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত এসকল দফাদারদের হাতে বিভিন্ন সরঞ্জামাদি তুলে দেওয়া হয়েছে।
এ হিসেবে প্রতি বছর দুইটি জামা, দুইটি প্যান্ট (জামা- একটি ফুল, আরেকটি হাফ নীল রঙের প্যান্ট খাকী রংয়ের) দেওয়া হবে তাদের। এছাড়া চৌকিদারদের জন্য লাল রঙয়ের সোল্ডার ব্যাচ, ইউনিয়ন কমান্ডার/দফাদারদের জন্য সোল্ডার ব্যাচে কালো কাপড়ের দুইটি রিবন তাদের সবাইকে একটি করে বেল্ট দেওয়া হবে। তারা প্রতি দুই বছর অন্তর অন্তর মাথার ক্যাপ পাবেন মনোগ্রামসহ। একইসঙ্গে নারী পুলিশের মতো নারী গ্রামপুলিশকেও পোশাক ও সরঞ্জামাদি দেওয়া হবে।