কানাইঘাট

কানাইঘাটের আইশার ট্রাক্টর বাজিমাত অফারে প্রথম বিজয়ী বিলাল

কানাইঘাট প্রতিনিধি::          মেটাল প্লাস লিমিটেড আইশার ৬৫০ ট্রাক্টর গত অক্টোবর মাসে বাজিমাত অফার থেকে ক্রয় করায় আরো একটি আইশার ট্রাক্টর পুরস্কার পেয়েছেন কানাইঘাটের বিলাল হোসেন।

এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কানাইঘাট পূর্ব বাজারে মেটাল প্লাস লিমিটেড সিলেটের উদ্যোগে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন মেটাল প্লাস লিমিটেড ভারতের টিএমটিএল এর ভাইস প্রেসিডেন্ট ভিজি গুপ্তা, এজিএম পার্থ সারথী ব্যানার্জী, মেটাল প্লাস বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর লে.ক. (অব) তারিকুল আলম খান, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম লিমিটেডের হেড অব মার্কেটিং অফিসার মাহবুবুর রশিদ, কানাইঘাট প্রেসক্লাবের সদস্য শাহীন আহমদ, সমাজকর্মী সেলিম উদ্দিন প্রমুখ।

এছাড়াও সিলেট আঞ্চলিক অফিসের কর্মকর্তা কর্মচারী ও মেটাল আইশার গ্রাহকবৃন্দসহ বিপুল পরিমাণ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আইশার ৬৫০ ট্রাক্টরের বাজিমাত অফারে বাংলাদেশে প্রথম বিজয়ী কানাইঘাটের বিলাল হোসেনকে ১২ লক্ষ ৯০ হাজার টাকা দামের আইশার ট্রাক্টরটি বুঝিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *