২৮ জানুয়ারি, ২০২৬
Advertisement 728x90
সর্বশেষ খবর
১. গোয়াইনঘাটে আমনের মৌ-মৌ ঘ্রাণে মুখর পূরো এলাকা সোনালী ধানে ভরে উঠেছে ফসলের মাঠ কঙ্গোয় ভয়াবহ খনি ধস: নিহতের সংখ্যা বেড়ে ৮০, উদ্ধারকাজে বাধা জাফলং জিরো পয়েন্টের সাদা পাথর লুটপাট কান্ডের অন্যতম সদস্য আনোয়ার আটক বিএনপি ক্ষমতায় এলে গোয়াইনঘাটসহ অত্রাঞ্চলের চিত্র বদলে দেবো–আরিফুল হক ৫. সালুটিকর পাহাড় — শান্তির নীল আকাশ ১. গোয়াইনঘাটে আমনের মৌ-মৌ ঘ্রাণে মুখর পূরো এলাকা সোনালী ধানে ভরে উঠেছে ফসলের মাঠ কঙ্গোয় ভয়াবহ খনি ধস: নিহতের সংখ্যা বেড়ে ৮০, উদ্ধারকাজে বাধা জাফলং জিরো পয়েন্টের সাদা পাথর লুটপাট কান্ডের অন্যতম সদস্য আনোয়ার আটক বিএনপি ক্ষমতায় এলে গোয়াইনঘাটসহ অত্রাঞ্চলের চিত্র বদলে দেবো–আরিফুল হক ৫. সালুটিকর পাহাড় — শান্তির নীল আকাশ
আইন-আদালত

জাফলং জিরো পয়েন্টের সাদা পাথর লুটপাট কান্ডের অন্যতম সদস্য আনোয়ার আটক

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জিরো পয়েন্টে পাথর লুটপাট কান্ডের অন্যতম সদস্য আনোয়ার হোসেনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং জিরো পয়েন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের কারণে আরও দুই ব্যক্তিকেও আটক করা হয়।আটক আনোয়ার হোসেন উপজেলার জাফলং লাখরপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।পুলিশ সুত্রে জানাযায়, চলতি বছরের আগস্ট মাসে জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি জানতে পেরে তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। শনিবার রাতে জিরো পয়েন্টের একটি রুমে সহযোগীদের নিয়ে সে মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, জাফলং জিরো পয়েন্টে পাথর লুটের মামলায় আনোয়ারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জাফলং জিরো পয়েন্টের পাথর লুটকান্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, চলতি বছরের ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৮ আগস্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *