তামাবিল মহাসড়কের দরবস্তে লেগুনা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৭
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: এলাকাবাসী সূত্রে জানাযায়, ১৮ মার্চ সোমবার দুপুর ১১টা ৪৫ মিনিটের সময় সিলেট তামাবিল মহাসড়কের সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মুখে দরবস্ত হতে হরিপুর অভিমুখে গরু বোঝাই পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-২২৬৪) এর সাথে উপজেলার চিকনাগুল হতে ছেড়ে আসা মোকামপুঞ্জিগামী লেগুনা (সিলেট-ছ-১১-১২৫২) মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে ৷ এই দূর্ঘটনায় ঘটনাস্থলে ২জন নিহত, হাসপাতালে ১শিশু…